ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা পুলিশ স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করে। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান। দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় ৬ টি থানার ৬ টি দল। লীগ কাম নক আউট পদ্ধতিতে ৯ টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোটচাঁদপুর থানা দলকে ৫৫-৩৪ পয়েন্টে হারিয়ে হরিণাকুন্ডু থানা দল চ্যাম্পিয়ন হয়।

 

বিকেলে খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। শ্রেষ্ঠ খেলোয়াড়ের গৌরব অর্জন করেন হরিণাকুন্ডু দলের খেলোয়াড় আসাদুজ্জামান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (ইন-সার্ভিন ট্রেনিং) ফারজিনা নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ ৬ থানার অফিসার ইনচার্জ প্রমুখ। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি মামুনর রশিদ ও সুরাইয়া বেগম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.