ঝিনাইদহে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এই টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হরিণাকুন্ডুর দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহেশপুর নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় তারা। অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টটির শিরোপা নিজেদের সম্পদে পরিণত করেছে শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালীগঞ্জের মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-১ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় তারা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, আঞ্জুমানে মফিদুল ইসলাম এর চেয়ারম্যান নবাব আলী হাসান আসকারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত ১৫ অক্টোবর শুরু হয় এ প্রতিযোগীতা। প্রতিযোগীতায় জেলার ৬ উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.