ঝিনাইদহে ‘বঙ্গবন্ধুর মহান দান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ শ্লোগানে কৃষিবিদ দিবস পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
‘বঙ্গবন্ধুর মহান দান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ শ্লে¬াগান নিয়ে ঝিনাইদহে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জেলা শাখার উদ্দোগে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সোমবার সকাল ৯ টার দিকে জেলা শহরের পায়রাচত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেরনা একাত্তর চত্তরে এসে শেষ হয়।
পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় সংগঠনের জেলা সভাপতি ও জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মো: আকরামুল হক, সংগঠনের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনালী স্বদেশ গড়তে ও বাংলাদেশের সমৃদ্ধি আনয়নে কৃষিবিদরা বড় ভূমিকা পালন করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.