ঝিনাইদহে পণ্যবাহী পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনেও চলছে
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলায় ২য় দিনের মত পণ্যবাপী পরিবহন ধর্মঘট চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে জেলার কোন স্থান থেকে ছেড়ে যায়নি ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, পিকআপসহ পন্যবাহী যানবাহন। ফলে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ। সরেজমিনে দেখা গেছে শহরের বাসটার্মিনাল, আরাপপুর, বাইপাস সড়ক, চুয়াডাঙ্গা স্ট্যান্ডে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
এছাড়া সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় মিছিল করেছে শ্রমিকরা। সেসময় তারা তাদের ১২ দফা দাবী বাস্তবায়নের দাবীতে শ্লোগান দিতে থাকে। চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ ১২ দফা দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সোমবার সকাল থেকে শুরু হয় অনির্দিষ্ঠকালের এ কর্মসূচী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.