ঝিনাইদহে নিজেই বোমাসহ আটক অন্যকে বোমা দিয়ে ফাঁসাতে গিয়ে
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
গভীর রাতে অন্যের ঘরে বোমা রেখে ফাঁসাতে গিয়ে মোবারক হোসেন (৩৭) নামের এক ব্যাক্তি নিজেই থানা পুলিশের হাতে দু’টি বোমাসহ ধরা পড়েছে। এ ঘটনাটি ঘটেছে গত সোমবার দিন গত গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামে।
মহেশপুর থানার এস আই খবির হোসেন জানান, মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামের আইতাল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ফাঁসাতে পার্শবর্তী জোকা গ্রামের রাজু প্রধানিয়ার ছেলে মোবারক হোসেন পলি ব্যাগের মধ্যে মোরানো অবস্থায় দু’টি হাত বোমা গভীর রাতে কালুহুদা গ্রামের আইতাল বিশ্বাসের ঘরের মধ্যে রেখে পুলিশে খবর দেয়। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে দু’টি হাত বোমাসহ থানার এস আই সামছুল আলম মোবারক হোসেনকে আটক করেছে।
থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিল্পব জানান, কালুহুদা গ্রামের আইতাল বিশ্বাসের ঘরের মধ্যে দু’টি হাত বোমা রেখে তাকে ফাঁসাতে পুলিশে খবর দেয়। পুলিশ এ বিষয়টি জানতে পেরে দু’টি হাত বোমাসহ মোবারক হোসেনকে আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.