ঝিনাইদহে নসিমন বাইক সংঘর্ষে নিহত ১ আহত ১
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক স্থানে ইঞ্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৩৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা মিলন হোসেন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাবুল আক্তারের ছেলে। প্রত্যক্ষদর্শী পিয়াস হোসেন জানায়, মোটরসাইকেলটি কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসার পথে বিপরীতগামী ইঞ্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের চালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার সাথে থাকা মিলন হোসেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.