ঝিনাইদহে দুর্বৃত্ত কতৃক রাস্তার গাছ কেটে সাবাড়

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ের দুর্গাপুর হতে শৈলকূপা উপজেলার নিত্যান্দনপুর ইউনিয়নের আশুর হাট যাওয়ার রাস্তার মাঠের মধ্যে ব্রিজের উত্তর পাঁশে দুই পাঁশের বাবলা ও বরাই গাছ দিয়ে প্রায় ২০/২৫ টা গাছ কেটে সবাড় করে দিল দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য হবে প্রায় ৫০ হাজার টাকা। কে কখন কেটেছে তাহা কেউ সঠিক ভাবে বলতে পারে না। কিন্ত গাছ গুলির লগ পড়ে রয়েছে বিজয় পুর বাজারের পাঁশে গাছের নীচে।

 

বিজয়পুর বাজারের দোকানে বসা কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে বিজয়পুর গ্রামের হারুন নামে এক কাঠ ব্যবসাহি এই গাছ গুলি আশুরহাট দুর্গাপুর রাস্তার মাঠের মধ্যে থেকে কেটে নিয়ে এসেছে তার নিকট কে বিক্রয় করেছে তা তারা জানে না। এই ভাবেই সবুজ বনায়ন ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। সরকারি সম্পত্তি বলে কেউ কেয়ার করছে না।

 

এই প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ কিছুই জানেনা বলে জানান।তার নিকট এখন পযুন্ত কেউ জানাই নি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমি এই মাত্র জানলাম আমি উক্ত ইউনিয়ের চেয়ারম্যান এবং সচিববের নিকট থেকে প্রয়োজনীয় জেনে ব্যবস্থা নেব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.