ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ মহিলাসহ আহত ১০

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পবিার এক সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শহিদুল ইসলাম, নাজেম মোল্লা, কাশেম, হাশেম আলী, দুলাল শাহ্, মোহাম্মদ ইসলাম, নাজমা বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হয়েছে।

 

বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, সকালে কলমনখালি গ্রামে চাচাতো ভাই নাজেম মোল্লা ও লিটন মোল্লার মধ্যে বাড়ির জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

এ ঘটনার জের ধরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তিনি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.