ঝিনাইদহে কিডনী রোগী রফিুকুল ইসলামের আর্থিক সহায়তা হস্তান্তর

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের কিডনি রোগে আক্রান্ত রফিকুল ইসলামের চিকিৎসার জন্য বুধবার পর্যন্ত দেড় লাখের বেশি টাকা পাওয়া গেছে। আজ লন্ডন থেকে পাঠানো ৩৩ হাজার টাকার সাথে আরো পাঁচ হাজার টাকা যোগ করে দেওয়া হলো ৩৭ হাজার ৮৫০ টাকা। এ নিয়ে রফিকুলের পরিবারটিকে আর্থিক সহায়তা হিসেবে দেড় লাখের বেশি টাকা পেল।

 

বুধবার ঝিনাইদহ প্রেসক্লাবের ভিআইপি রুমে এই টাকা হস্তান্তর করেন প্রেসক্লাবের সাপতি এম রায়হান, ইত্তেফাক, বিডি নিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিমল সাহা, এটিএন টিভির নিজাম জোয়ারদার বাবলু। টাকা পাঠাতে চাইলে রফিকুলের স্ত্রী রওশন আরার নাম্বার ০১৮৫৯২০১২৬০, বাবা রফিকুল ০১৬২১৪২৮০৫৫ নাম্বারে বিকাশ করতে পারেন।

 

যেহেতু এটা পার্সোনাল নাম্বার, সে কারণে বিকাশের নিয়ম অনুযায়ী দিন ১০ হাজারের বেশি টাকা পাঠাবেন না। এই নাম্বারের বাইরে, অন্য কোন নাম্বারে বিকাশ না করতে পরিবারটি অনুরোধ করেছেন। অথবা টাকা পাঠাতে পারেন অগ্রনী ব্যাংক বাজারগোপালপুর শাখা, ঝিনাইদহ একাউন্ট নং ০২০০০০৭৯৮৩০৬৯ আশা করি দ্রুত পাঠানো আপনার দেওয়া দানে পরিবারটি নতুন জীবন ফিরে পাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.