ঝিনাইদহে অস্ত্র গুলিসহ ৩ সন্ত্রাসী আটক !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদরের মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রাম থেকে শুটারগান, গুলি সহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, মহামায়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক (২২), একই গ্রামের বিলাল হোসেনের ছেলে লিটন (২০) ও জামাত আলীর ছেলে রাশিদুল (২২)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন জানান, বেশ কয়েকজন সন্ত্রাসী নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মহামায়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বৈঠকরত অবস্থায় ওই গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ফারুক, লিটন ও রাশিদুলকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাসী করে ১ টি ওয়ার শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসীমুলক কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.