ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক ইউপি সদস্য সহ ২ জন ইয়াবা বিক্রিকালে আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা বিক্রিকালে টিপু সুলতান নামের এক সাবেক ইউ পি সদস্য সহ দু’মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পুলিশ বারবাজার ঘোপপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

 

কালীগঞ্জ বারবাজার ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া গ্রামে মাদকদ্রব্য বেচাঁকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সহ একদল পুলিশ ফোর্স উক্ত স্থানে এক অভিযান চালায়।

 

এ সময় মাদক বিক্রিকালে ১৪ পিচ ইয়াবা সহ ঘোপপাড়া গ্রামের সামসুদ্দিন বিশ^াসের পুত্র সাবেক ইউপি সদস্য টিপু সুলতান ও মোহর আলীর পুত্র এরশাদ আলী নামে দু’মাদক ব্যাবসায়ীকে আটক করে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.