ঝিনাইদহের কালীগঞ্জে কারাদন্ড ভেজাল সার তৈরিতে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কোম্পানীর প্যাকেট তৈরি করে ভেজাল জিপ সার তৈরি, মড়কীকরন ও বাজারজাত করার অভিযোগে মো: মফিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ১ বছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছাদেকুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন।

 

দন্ডপ্রাপ্ত মফিজ উদ্দিন উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। এর আগেও  একবার ভ্রাম্যমান আদালত তাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছিল।

 

কালীগঞ্জ থানার এসআই আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ এলাকা থেকে মফিজ উদ্দিনকে নকল জীপসারের প্যাকেট, মেশন ও সার সহ আটক করা হয়। এর পর  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ছাদেকুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে তাকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা সহকারী কমিশনার যাদব সরকার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.