জেলা পরিষদ নির্বাচনও আরেকটি লোক দেখানো নির্বাচন

ওয়ান নিউজঃ ২০১৪ সালে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন যেমন ছিল প্রহসনের তেমনি জেলা পরিষদ নির্বাচনও আরেকটি লোক দেখানো প্রহসনের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, যাদেরকে জোর করে নির্বাচিত করা হয়েছে তাদের ভোটে নির্বাচিত করা হবে জেলা পরিষদের চেয়ারম্যান। কাজেই এই নির্বাচন এক ধরনের রসিকতা।
জেলা পরিষদ নির্বাচনে জনমতের প্রতিফলন নাই বলে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, বিগত দিনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জোর করে ফলাফল পাল্টে দেয়া হয়েছে। উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে আমরা (বিএনপি) আশান্বিত ছিলাম, কিন্তু পরবর্তী ধাপগুলোতে জোর করে দখল করে নিয়েছে। পৌরসভা নির্বাচনেও তাই করেছে আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তো নমিনেশন দাখিল করতেই দেয় নাই।
জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ নিজেরা নিজেরাই টাকা খরচ করছে এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, তাছাড়া স্বভাব খারাপ হলে যা হয়। তাই প্রতিদ্বন্দ্বিহীন নির্বাচনে নিজেরাই টাকা খরচ করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগীরা এখন বেপরোয়া। নিজেরা নিজেরা খুনাখুনি করছে আর প্রকাশ্যে যখন এসব ঘটনা ঘটে তখন এতে জনমতের প্রতিফলন থাকে না।
এসময় আয়োজক সংগঠনের সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মনির হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.