মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:
কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বৃহৎ দু’টি জোটের হেভীওয়েট সাতজন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইকরে বৈধ ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- কক্সবাজার-১ আসনে বিএনপি’র এডভোকেট হাসিনা আহমেদ ও আওয়ামীলীগের জাফর আলম। কক্সবাজার-২ আসনে বিএনপি’র আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও আওয়ামীলীগের আশেকউল্লাহ রফিক। কক্সবাজার-৩ আসনে আওয়ামীলীগের সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার-৪ আসনে বিএনপি’র শাহজাহান চৌধুরী ও আওয়ামীলীগের শাহিন আক্তার। অন্যান্য আলোচিত প্রার্থীর মধ্যে কক্সবাজার-২ আসনে জামায়াতের এএইচএম হামিদুর রহমান আযাদ ও কক্সবাজার-৩ আসনে বিএনপি’র লুৎফুর রহমান কাজলের মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে বাছাইকালে রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.