জেএসসি-জেডিসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
ওয়ান নিউজ ডেক্সঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। সোমবার ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ সময় মন্ত্রী জানান, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক উদ্বোধন করবেন।
১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, সেদিন সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে। নাহিদ বলেন, এবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে। শিক্ষামন্ত্রী জানান, ২০১৮ শিক্ষাবর্ষের জন্য ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক ছাপা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.