জুমছড়িতে ইয়াবা পাচারে আবারো সক্রিয় বদাইয়্যা ও ভুট্টো

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ মাদক ইয়বা পাচারে আবারো সক্রিয় হয়ে উঠেছে জেল ফেরত দুইভাই আব্দুল মোমেন প্রকাশ বদাইয়্যা ও ভুট্টো। তারা দুইজনেই গর্জানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জমুছড়ি এলাকার মৃত মোঃ হাসেম এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে এই বছরের শুরুর দিকে আব্দুল মোমেন প্রকাশ বদ্যাইয়া ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ইয়াবাসহ ধরা পড়ে ও বেশ কয়েকমাস জেলে থাকার পর এখন জামিনে এসে আবারো সক্রিয় হয়েছে ইয়াবা পাচারে৷
তার আরেক ভাই ভুট্টো মোটরসাইকেল চালক বেশে গর্জনিয়া দৌছড়ি সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে শাহসোজা সড়ক দিয়ে বাইশারী হয়ে দেশে বিভিন্ন জায়গায় পাচার করছে।

অন্যদিকে তার আরেক ভাই স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার আবু হান্নান নামের আরেক ভাই পল্লী চিকিৎসার আড়ালে তার দুই ভাই ভুট্টো ও বদাইয়্যাকে দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসি। জেল থেকে ফেরত আনতে এই হান্নান লাখ টাকার মিশন নিয়ে নেমে তার দুইভাইকে ছাড়িয়ে আনে বলে জানা যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী যুবরীগ নেতা জানান, বদাইয়্যা এই বছর দুইবার ইয়াবাসহ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে পুলিশের হাতে আটক হয়েছে। এর পর তার ছোটভাই ভুট্টো একবার ইয়াবাসহ আটক হয়ে জেল হাজত থেকে সম্প্রতি ফিরেছে। তারা আবার সেই আগের পেশায় ফিরে গেছে। যুব সমাজকে ধ্বংস করবে তারা।
স্থানীয় ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কাসেম জানান, মৃত হাসেম এর ছেলে দুজন ইয়াবাসহ আটক হয়েছিল তা আমি জানি। এখন তারা জেল থেকে ফেরত এসেছে জামিনে৷
স্থানীয়রা দুই মাদক ব্যবসায়ীকে নজরদারিতে রেখে মাদক ব্যবসা বন্ধ করার আহবান জানান।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.