জিগাতলায় বহুতল ভবনে আগুন
ওয়ান নিউজঃ রাজধানীর জিগাতলায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জিগাতলার ১৫/জি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ওই ভবনের দোতলায় আছে সোনালী ব্যাংকের কার্যালয়। এর তিনতলায় বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান। ওই দোকানগুলোতে আগুন লেগেছে। ভেতরে কোনো মানুষ আছে কি না, তা জানা সম্ভব হয়নি। জানার চেষ্টা চলছে।
তিনি জানান, জিগাতলা বাসস্ট্যান্ডের খুব কাছে পাঁচতলা ওই ভবনের অবস্থান। খবর পেয়ে আমাদের ৯টি ইউনিট সেখানে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.