জাহিদ হাসান এর ‘বকেয়া মজিদ’

ওয়ান নিউজ ডেক্সঃ জাহিদ হাসান অভিনীত ‘বকেয়া মজিদ’র শুটিং শেষ হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন তারেক মিয়াজী। সুজিত বিশ্বাসের গল্পে মোমিন স্বপনের রচনায় নাটকটি পরিচালিত হয়েছে। নাটকটিতে ‘বকেয়া মজিদ’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক জাহিদ হাসান। নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, মম শিউলি  এবং সুজন হাবিবসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে গ্রামের ছোট মুদির দোকানদার বকেয়া মজিদ (জাহিদ হাসান)।  তিনি হঠাৎই রাস্তা-ঘাটে পাওনাদারদের ধরে ধরে বিভিন্ন কৌশলে বাকি আদায়ের চেষ্টা করেন। আর তা নিয়ে বিভিন্ন মজার মজার ঘটনা ঘটে।

ওই গ্রামের মেয়ে লতিকা বানু (মৌসুমী হামিদ) তাকে ভালোবাসার চেষ্টা করেন। কিন্তু মজিদের স্বপ্ন বাকি না তুলে সে ভালোবাসা বা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন না।

এ নাটকের পরিচালক তারেক মিয়াজী বলেন, “বকেয়া মজিদ নাটক সম্পর্কে বলতে গেলে অনেক কথাই হয়। অসাধারণ এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ‘বকেয়া মজিদ’। গ্রাম-গঞ্জের মুদির দোকানের ব্যবসা কেমন হয়, বাবা-মায়ের আনুগত্য একজন ছেলে কেমন হতে পারে; তা বকেয়া মজিদ নাটকটি না দেখলে বোঝা যাবে না।”

নাটকটি সম্পর্কে সাংবাদিক এবং নাট্যকার মোমিন স্বপন বলেন, ‘আমাদের এক ঘণ্টার নাটকের ক্রান্তিকালে গল্পনির্ভর ভালো একটা নাটক লিখতে পেরে ভালো লাগছে। আশা রাখি, নাটকটি দর্শকরা দেখে আনন্দ পাবেন।’

নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.