জাহাঙ্গীর কবির চৌধুরীর দাফন সম্পন্ন
ওয়ান নিউজঃ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিশিষ্ট জমিদার ও সমাজসেবক পালং গার্ডেন এর স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর কবির চৌধুরীর নামাজে জানাযা সম্পান্ন হয়েছে।
২১ ডিসেম্বর বুধবার বেলা আড়াইটার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং তেলী পাড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এতে শোকাহত মানুষের ঢল নামে।
জানাযার পূর্বে মরহুম জাহাঙ্গীর কবির চৌধুরীর বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন উখিয়া-টেকনাফ সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদু হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহা-পরিচালক বিশিষ্ট শিক্ষাবীদ সিরাজুল ইসলাম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর, মরহুমের পরিবারের পক্ষে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, মরহুম জাহাঙ্গীর করিব চৌধুরীর ভাগিনা রাশেদ মোহাম্মদ আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি ও সাহিত্যিক আদিল চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়াম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো: শাহ আলম, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন, রুহুল্লারডেবা বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মৌ: নুরুল হক। জানাযা রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মুসল্লী মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে মরহুম জাহাঙ্গীর কবির চৌধুরীর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিশিষ্ট জমিদার ও সমাজসেবক মরহুম সাকের আলী চৌধুরীর কনিষ্ট পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ভাই, ১ ছেলে, ২ কন্যাসহ , অসংখ্য আত্নীয়স্বজন ও গুণ গ্রাহী রেখে যান।
তিনি গত ২০ ডিসেম্বর রাত ১০টার সময় কক্সবাজার ফুয়াদ আল-খতিব হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.