জালালাবাদে ভাগিনার হাতে রক্তাক্ত বৃদ্ধ মামা

থানায় অভিযোগ দায়ের

মাহমুদুল করিম মাহমুদঃ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানাধীন জালালাবাদ ইউনিয়নে আপন ভাগিনা কর্তৃক মারধরের শিকার হয়ে নিকটস্থ ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাকিম মিয়া (৪৬)
অভিযোগকারী নজরুল ইসলামের (৭৫) ভাগিনা।পূর্ব শত্রুতার জের ধরে হাকিম মিয়া প্রায় সময় বিভিন্ন উস্কানিমূলক কথা বলে মারপিট, খুন-জখমের হুমকি দমকি দিয়ে আসছে৷ এর ধারাবাহিকতায় গত ২৫ জুন  বিকাল আনুমানিক ৫ টার দিকে বাদী নজরুল ইসলাম তার ভাড়াটিয়ার সাথে জমির লাগিয়ত নিয়ে কথা বলার সময় বিবাদী হাকিম মিয়া পূর্বপরিকল্পিত ভাবে লোহার লড দিয়ে এলোপাতাড়ি মারধর করে হাত ও পায়ে মারাত্মক জখম করে৷ এ সময় আহত বৃদ্ধ নজরুলের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আক্রমণাত্মক হাকিম মিয়ার কবল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়।লোহার লড দিয়ে মারধরের সময় অভিযুক্ত হাকিম মিয়া চিৎকার করে বলতে থাকে এ ঘটনায় আইনের আশ্রয় নিলে আবারো মারধর করা হবে এবং প্রয়োজনে মিথ্যা মামলা রুজু করে জেল হাজতে পাঠিয়ে দিবে৷

অভিযোগকারী জানান, ‘এঘটনায় যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে হাকিম মিয়া আমাকে খুন করবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তার হুমকি-দমকিতে আমি শংকিত ও আতঙ্কিত। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি’৷

এ বিষয়ে জানতে চাইলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন ‘সৃষ্ট ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে’৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.