জামায়াত-শিবিরের চক্রই লিটনকে হত্যা করেছে : নানক

ওয়ান নিউজ ডেক্সঃ জামায়াত শিবিরের চক্রই  সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার চক্রান্ত করছিল বলে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। লিটন দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিবের কর্মকাণ্ডের প্রতিবাদ করছিলেন। কিন্ত শেষ রক্ষা হলো না। এই জামায়াত-শিবির তাকে হত্যা করল।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর লিটনের মরদেহ বেলা ১১টার দিকে ঢাকায় নেওয়া হবে। আগামীকাল সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিব হবে। পরে বাদ আসর সুন্দরগঞ্জে তার জানাজার নামাজ শেষে মরদেহ দাফন করা হবে।

এর আগে সকাল ৯টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছেন। এখানে এমপি লিটনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে।

প্রতিনিধি দলে আছেন, আওয়ামী লীগের যুগ্ম সারাধণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য এবিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য মাহবুব আরা গিনিসহ স্থানীয় নেতারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.