জামায়াতের ২৮ নারী কর্মী রিমান্ডে
ওয়ান নিউজঃ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আটক জামায়াতের ২৮ নারী কর্মীকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন প্রত্যেকের দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীদের আটক করে পুলিশ।
সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, আটক নারীরা সবাই উচ্চ শিক্ষিত। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তার রয়েছেন। এছাড়া তাদের মধ্যে অনেক নারী দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পরিবারের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মহিলা জামায়াতের শাহনাজ বেগম (সেক্রেটারি বা সভানেত্রী), নাইমা আক্তার (রুকন), উম্মে খালেদা (কর্মী), জোহরা বেগম (রুকন), সৈয়দা শাহীনা আক্তার (রুকন), উম্মে কুলসুম (সাথী), জেসমিন খান (রুকন), খোদেজা আক্তার (সাথী), সালমা হক (রুকন), সাকিয়া তাসলিম (রুকন), সেলিমা সুলতানা সুইটি (রুকন), হাফসা (রুকন),আকলিমা ফেরদৌস (রুকন), রোকসানা বেগম (সদস্য), আফসানা মিমি (কর্মী), শরীফা আক্তার (সদস্য), রুবিনা আক্তার (রুকন), তাসলিমা (সদস্য), আসমা খাতুন (রুকন), সুফিয়া (সমর্থক), আনোয়ারা বেগম (রুকন), ইয়াসমিন আক্তার (কর্মী), সাদিয়া (সমর্থক), ফাতেমা বেগম (সমর্থক), উম্মে আতিয়া (রুকন), রুমা আক্তার (রুকন), রাজিয়া আক্তার (সমর্থক) ও রহিমা খাতুন (রুকন)।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.