জাবির ওয়েবসাইটে রেজাল্টের ওপর বৃত্তির ফল প্রকাশ

ওয়ান নিউজ ডেক্সঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভিন্ন পর্বের পরীক্ষার ফলাফলের মেধানুসারে যে আর্থিক সাহায্যে দেয়া হয় তার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে।

এখন থেকে আর বিভিন্ন বিভাগে বা হলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের রেজাল্টের ওপর, ২০১২-১৩ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের রেজাল্টের ওপর, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের রেজাল্টের ওপর, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফলের মেধা অনুসারে সম্পূরক আর্থিক সাহায্য প্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও বৃত্তি অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক অফিসার মো. নজরুল ইসলাম বলেন, বিভিন্ন সময় হলে ও বিভাগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা পাঠানো হলে তা হল থেকে অনেক সময় হারিয়ে যায়। এ জন্য এখন থেকে আমারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে সব শিক্ষার্থী সহজেই দেখতে পারে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.