জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১

ওয়ান নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে মাওলানা ভাসানী হলের ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী মো. জহির আহত হয়েছে।

আহত মো. জহির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, কনসার্ট দেখতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে মাওলানা ভাসানী হলের ছাত্রলীগের কর্মীদের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তমঞ্চের পাশে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, যারা দোষী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ঘটনা বিস্তারিত জেনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.