জাপানে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশের মেয়েরা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ জাপানে অনুষ্ঠিত একমাত্র প্রস্ততি ম্যাচে বৃহস্পতিবার সাকাই অ্যাকাডেমির বিরুদ্ধে ২-১ গোলে জয় লাভ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়ে ফুটবল দল।

বাংলাদেশের সিরাত জাহান স্বপ্না ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোলটি করেন। এর দশ মিনিট পরে সাকাই সমতায় ফিরলেও মিশরাত জাহান মৌসুমী ৩৫ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ম্যাচের প্রথমার্ধে তিনটি গোল হলেও দ্বিতীয়ার্ধ গোলশূন্য রয়ে যায়।

জে গ্রিন সাকাই টুর্নামেন্টের আগে আজকের ম্যাচটি ছিল ওসাকাতে বাংলাদেশের এক মাত্র প্রস্তুতি ম্যাচ। টুর্নামেন্টের মূল খেলা শুরু হবে  রবিবার থেকে।

দলের কোচ গোলাম রাব্বানী ছোটন খেলার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে বলেন, তার খেলোয়াড়রা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.