জাতীয় ওষুধ নীতি ২০১৬-এর খসড়ায় অনুমোদন

ওয়ান নিউজঃ জাতীয় ওষুধ নীতি ২০১৬এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের ওষুধ নীতিকে হালনাগাদ করে নতুন এ ওষুধ নীতির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আগের নীতিটি ছিল ইংরেজিতে। নতুন ওষুধ নীতিতে সবার বোঝার সুবিধার জন্য এটিকে বাংলা করা হয়েছে।

নতুন এই নীতিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ওষুধের দাম বছরে একবার কমাতে কিংবা বাড়াতে পারবে। এ ছাড়া ওষুধ দাম নির্ধারণের বিষয়টি এ নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক মো. রুহুল আমিন জানিয়েছিলেন, এবারের নীতিতে অনেক নতুন বিষয় যোগ করা হতে পারে। এর মধ্যে ফুড সাপ্লিমেন্ট, সুই-সিরিঞ্জ, টেস্টি স্যালাইন, ওভার দ্য কাউন্টার (ওটিসি) ড্রাগ, প্রেসক্রিপশন ড্রাগ অন্যতম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.