জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

ওয়ান  নিউজঃ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অনেক দিন পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক বসছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও বেগম সেমিমা রহমানসহ অন্যান্যরা।

জানা গেছে, অন্তর্বতীকালীন সরকার, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ আরও বেশ কিছু ইস্যু প্রাধান্য পাবে বৈঠকে। আলোচনা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.