জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যছড়ি থানা’র পুলিশ মাস্ক বিতরণ

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:

‘নো মাস্ক নো সার্ভিস’ এই স্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। (রবিবার ২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি সদরের ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন ধরনের যানবাহনের চালক হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সত্তার, থানার সেকেন্ড অফিসার মো: নুরুল ইসলাম, এসআই মুফিজুর রহমান,সহ পুলিশ কর্মকরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.