‘জনবিচ্ছিন্ন বিএনপি জামাত জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

জে. জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:

বিএনপি’র আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে আজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

প্রতিবাদ সমাবেশে মোঃ আবু তাহের বলেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি জামাত আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে কখনো বিদেশি পরাশক্তির উপর ভর করে, কখনো জ্বালাও পোড়াও এবং মানুষ হত্যা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে রাজপথে থেকে এসব জঙ্গিগোষ্ঠির সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আবারও জননেত্রী শেখ হাসিনা’কে দেশ সেবার সুযোগ করে দিবে ছাত্রলীগ।’

পরে সাধারণ সম্পাদকের সভাপতিত্বে প্রচার সম্পাদক আবু বকর জীবন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি: আবদুল্লাহ আল নোমান, আনিসুল হক চৌধুরী, মোহাম্মদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক :মিসবাহ উদ্দিন সিকদার সুমন, সাংগঠনিক সম্পাদক: হোসাইন মোহাম্মদ, শাহাদাত হোসেন মানিক, সালাউদ্দিন নয়ন, কলিম উল্লাহ,গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মাইনুল মান্নান, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফাহিম ও সাহাবুদ্দীন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.