ওয়ান নিউজ ডেক্সঃ জনতা ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার (আইটি)-অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার’ পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।
১ ঘণ্টায় ১০০ নম্বরের ওই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই পরীক্ষা চলবে রাজধানী ঢাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২ অভয় দাস লেন, টিকাটুলীতে। বিএসসির এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) ইতিমধ্যে আপলোড করা হয়েছে।
পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত এ ওয়েবসাইট থেকে প্রার্থীরা তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ (এক) ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে ঢুকতে হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে বিএসসি।
মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.