জঙ্গী আস্তানা থেকে দুই জঙ্গীর স্ত্রী ও সন্তানদের আত্মসমর্পণ
ওয়ান নিউজ ডেক্সঃ জঙ্গী আস্তানা থেকে আগের অভিযানে নিহত মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা মেয়েসহ এবং পলাতক মুসার স্ত্রী তৃষ্ণার ছেলেসহ আত্মসমর্পণ করেছে।
ভিতরে থাকা নারীসহ ৩ জঙ্গী আত্মসমর্পণ করতে রাজি হচ্ছে না। তারা আত্মঘাতী বেল্ট পড়ে আছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এর আগে দুই শিশুকে নিয়ে দুই নারী আত্মসমর্পণ করেছে।
মধ্যরাত থেকে রাজধানীর দক্ষিণখানের `জঙ্গী আস্তানায়` পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.