‘জঙ্গিবাদ বন্ধে মসজিদে ব্যাপক প্রচারণা চালাতে হবে’
ওয়ান নিউজঃ ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ বন্ধে মসজিদে ব্যাপক প্রচারণা করতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করে অস্ত্র বিক্রির মাধ্যমে কারা লাভবান হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। এসময় ইসলামি ফাউন্ডেশন গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে সবধরনের উদ্যোগ নিয়েছে।
ইসলামের নামে নিরীহ মানুষ হত্যার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে ধর্মকে হেয় করা হচ্ছে। ইসলামের সম্মান রক্ষায় মসজিদে মসজিদে প্রচারণার ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.