ছাত্রের পিঠে চড়া আ’লীগ নেতাকে বহিষ্কার ঘোষণা

ওয়ান নিউজঃ চাঁদপুরের হাইমচরে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানবসেতুতে হেঁটে সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের তৌলকাই ব্রিজ উদ্বোধন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “এ ধরনের জঘন্য ঘটনা যারা করে, তাদের দলে ঠাঁই নেই। নূর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক। নূর হোসেনকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

“চাঁদপুরে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন ছাত্রদের দিয়ে যে কাজটি করেছেন সেটি ঘৃণ‌্য। এ ধরনের ঘৃণ‌্য, জঘন্য কাজ যারা করে, তাদের প্রতিরোধ করতে হবে।”

প্রসঙ্গত, গত সোমবার হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতুর’ ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।

ওই ঘটনার ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এক অভিভাবক নূর হোসেন পাটওয়ারী ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। সরকারের তরফ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.