ছাত্রলীগের প্রতি শাকিল ভাইয়ের অবদান ভুলবার নয়: জাকির
ওয়ান নিউজঃ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ছাত্রলীগের প্রতি সদ্য প্রয়াত কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ভাইয়ের অবদান ভুলবার নয়।
মঙ্গলবার বেলা ১২টায় টিএসসি অডিটোরিয়ামে মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। স্মরণ সভাটির আয়োজন করে সুহৃদজন নামে একটি সংগঠন।
জাকির হোসাইন বলেন, ছাত্রলীগের প্রতি শাকিল ভাইয়ের অবদান ভুলবার নয়। শাকিল ভাই তার মেধা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রলীগের হাতকে শক্তশালী এবং বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার দিক নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শাকিল ভাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
ছাত্রলীগের এই নেতা বলেন, শাকিল ভাই যখন ছাত্রলীগের দায়িত্বে ছিলেন তখন তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি যখন কবি হিসেবে আবির্ভূত হলেন তখন সেখানেও তিনি সফল। একজন মানুষের অনেকগুলো গুণ থাকতে পারে কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো প্রকাশ করা সম্ভব হয় না। কিন্তু তিনি তার ভেতরের গুণগুলি নিজের দক্ষতার সঙ্গে প্রকাশ করতে সক্ষম হয়েছেন।
`তিনি একজন ছাত্রলীগের কর্মী থেকে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হয়ে উঠেছিলেন। প্রধানমন্ত্রী শাকিল ভাইকে বিশেষ সহকারী হিসেবে দেখতেন না সেই সঙ্গে নিজের ছেলে জয়ের মতো দেখতেন।`। যোগ করেন তিনি।
উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি শাকিল ভাইয়ের পথ অনুসরণ করি তাহলে আমরা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো।
অনুষ্ঠানে মাহবুবুল হক শাকিলের বন্ধুবান্ধবসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.