ছন্দে ফিরছেন বিরাট কোহলি,ম্লান মাহি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ এবারের আইপিএলে শুরুটা বিশ্রী হয়েছিল আরসিবি-র অন্যদিকে সিএসকে জয় দিয়েই অভিযান শুরু করেছিল৷ তবে ধোনি বনাম কোহলি এনকাউন্টারের আগে ছবিটা এরকম ছিল না৷ এই ম্যাচের আগে শেষ পাঁচটি ম্যাচের ৩ টি তে জয় ছিল বেঙ্গালুরুর, আর চেন্নাইয়ের ছিল মাত্র ১ টিতে জয়৷ এদিনের ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানই করতে পারে চেন্নাই সুপার কিংস৷ ফলে হারতে হয় ৩৭ রানে৷

আইপিএলে ধীরে ধীরে ছন্দে ফিরছেন বিরাট কোহলি, এখনও রঙ হারানো অবস্থা চেন্নাই সুপার কিংসের৷

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি৷ তবে কোহলির সিদ্ধান্তের দামটা শুরু থেকে ভালো দিতে পারেননি তাঁর সতীর্থরা৷ অ্যারন ফিঞ্চ মাত্র ৯ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ পারিক্কাল ৩৪ বলে ৩৩ করেন৷ দলের বাকি ক্রিকেটাররাও কার্যত স্লো নয়ত আয়ারাম -গয়ারাম মোডে ছিলেন৷ কিন্তু একার হাতে ম্যাচের ছবিটাই বদলে দেন ক্যাপ্টেন কোহলি৷ তিনি এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন৷ তবে শুরুতে ধৈর্য্যশীল ছিলেন কিন্তু শেষ বেলায় পাশা পলটের মতোই একেবারে রানের তুবড়ি শুরু হয় তাঁর ব্যাট থেকে ৷ মাত্র ৫২ বলে ৯০ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ৪ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷ এদিন মূলত তাঁর ব্যাটে ভর দিয়েই ৪ উইকেটে ২০ ওভারে ১৬৯ রান করে৷

চেন্নাই ওপেনারদের মধ্যে ফ্যাফ ডু প্লেসি ফ্লপ৷ তিনি প্যাভিলিয়নে ফেরেন ৮ রানে , অপর অধিনায়ক শেন ওয়াটসনের অবদান ১৪৷ অম্বাতি রায়ডু ধীরে চলো নীতিতে একটা চেষ্টা করছিলেন, কিন্তু আইপিএল ম্যাচ জেতার টেম্পারামেন্ট এদিন তাঁর খেলায় দেখা যাচ্ছিল না৷

এদিকে চ্যালেঞ্জের মুখে বিরাট যেখানে প্রচণ্ড দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন সেখানে এম এস ধোনি এখনও যেন হাতড়াচ্ছেন৷ একটা ছক্কা হাঁকিয়ে নিজের ফিনিশার ছোঁওয়ার ট্রেলর দেখান, কারণ এদিনের এই ছয় দিয়ে তাঁর মোট ছয়ের সংখ্যা হল ৩০০৷ কিন্তু ওই পর্যন্তই এরপরেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন এমএসডি৷

এদিন এরপর শুধুই চেন্নাইয়ের উইকেট পতনের ছবি দেখল সিএসকে ফ্যানরা৷ ধোনি ১০, কারান ০,ব্র্যাভো ৭,জাডেজা ৭ করে প্যাভিলিয়নে ফেরেন৷এদিনের হারের পরে নিঃসন্দেহে ফের একবার নিজেদের স্ক্যানারের নিচে ফেলতে হবে ধোনি বাহিনীকে৷ অন্যদিকে বিরাটরা জিতলেও তাঁদের যে খামতির জায়গাগুলি আছে সেগুলি দ্রুত সারানো দরকার৷ এদিনে আরসিবি-র হয়ে সফলতম বোলার ক্রিস মরিস৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন ওয়াশিংটন সুন্দর৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.