চ্যাম্পিয়ন্স লিগের আশা টিকে থাকলো লিভারপুলের

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ কানের দেওয়া দুর্দান্ত এক গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে হারিয়েছে লিভারপুল। আর এ জয়ে লিগে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা টিকিয়ে রেখেছে ক্লপের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে সফরকারী লিভারপুল। তবে ম্যাচের ১৩ মিনিটে বড় ধাক্কা খায় সফরকারীরা। ইনজুরিতে মাঠের বাইরে চলে যান কৌটিনহো। এরপর আক্রমণ চালিয়ে খেললেও গোলের জন্য প্রথমার্ধের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় সফরকারীদের।

বিরতির ঠিক আগে দলে লিড এনে দেন কান। লুকাস লেইভার উঁচু করে বাড়ানো বল বাইসাইকেল কিকে জালে পাঠান জার্মান এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

এই জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। নিজেদের শেষ তিনটি ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে অল রেডরা। আর এক ম্যাচ করে কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৬ ও ম্যানচেস্টার ইউনাইটেড ৬৫ পয়েন্ট নিয়ে আছে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.