চেলসির মাঠ থেকে জিতেই ফিরল ম্যানসিটি

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে চেলসির মাঠ থেকে জিতে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

শনিবার রাতে ১-০ গোলের জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল ম্যানসিটি।

রাতের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড আছে দুইয়ে। রেড ডেভিলদের পয়েন্টও সিটিজেনদের সমান। তবে গোল পার্থক্যে পেপ গার্দিওলার দলের পেছনে পড়েছে হোসে মরিনহোর দল।

স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধেও ভালো খেলাই উপহার দিয়েছে ম্যানসিটি। এই অর্ধের শেষ মিনিটে থিবো কোর্ত্তোয়ার সৌজন্য বেঁচে যায় স্বাগতিকরা।

মধ্যবিরতির পর দলকে এগিয়ে দেয়ার সুযোগ হাতছাড়া করেন রাহিম স্টার্লিং। পরে ৬৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে স্বাগতিকদের জাল খুঁজে নেন ডি ব্রুইন।

পরে দুদলই বেশ কয়েকটি আক্রমণ শানিয়েছে। কিন্তু কেউ কারও গোলমুখ উন্মুক্ত করতে পারেনি। এতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। আর তাতে চেলসি ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পড়ে থাকল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.