অনলাইন ডেস্ক:
প্রায় এক বছর ধরে ফ্রিজে রাখা ছিল কিছু নুডলস। সেই নুডলস বের করে খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল একই পরিবারের ৯ সদস্য। ঘটনাটি ঘটেছে চীনে। খবর ডেইলি মেইল, নিউজিল্যান্ড হেরাল্ড ও ইন্ডিপেন্ডেন্ট ইউকে’র।
জানা গেছে, ওই পরিবার দীর্ঘদিন ধরে রাখা ওই নুডলস দিয়ে নুডলস স্যুপ বানিয়েছিল। সেই স্যুপ খাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারের প্রায় সকলেই। সকালের নাস্তা হিসেবে ওই স্যুপ খেয়েছিল তারা। মোট ১২ জন ওই খাবার খায়।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৫ অক্টোবর ওই পরিবারের লোকেরা স্যুপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ১০ অক্টোবর এরমধ্যে ৭ জনের মৃত্যু হয়। এর দু’দিন পর অষ্টম ব্যক্তি মারা যায়। অবশেষে সোমবার অপর ব্যক্তিরও মৃত্যু হয়।
জানা গেছে, ওই পরিবার উত্তর পূর্ব চীনের হেলংজিয়াংয়ে থাকত। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চীনের স্বাস্থ্য কমিশন এ বিষয়ে একটি সতর্কতা জারি করে ও একটি বিশেষ ধরনের আটার তৈরি খাবার এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.