চিত্রনায়িকা নিপুণ আটক

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, বিগত সরকারের শাসনামালে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ।

তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।

  1. vergi davası বলেছেন

    Vergi Dava Dosyası,; İcra Dosyası,; İflas Dosyası,; İcra İzale-i Şuyu Dosyası,; Tereke Dosyası,; Hakem Dava Dosyası,; Satış Dosyası. Vergi Dava Dosyası,; İcra Dosyası,; İflas Dosyası,; İcra İzale-i Şuyu Dosyası,; Tereke Dosyası,; Hakem Dava Dosyası,; Satış Dosyası.

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.