চালু হলো মোবাইল ইন্টারনেট

ওয়ান নিউজঃ মোবাইল ইন্টারনেট চালু হলেও এতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে।

একদিন বন্ধ থাকার পর আজ সোমবার (৫ আগস্ট) ২টার পর মোবাইল ইন্টারনেট করা চালু হয়েছে।

টেলিযোগাযোগ সূত্রগুলো জানিয়েছিল, গতকাল (৪ আগস্ট) সরকারের পক্ষ থেকে সবগুলো মোবাইল অপারেটরকে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়ার পর বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার দুই ঘণ্টা পর আবারো চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বেলা দেড়টার দিকে এই ইন্টারনেট সেবা চালু করে।

অন্যদিকে, মোবাইল ইন্টারনেট চালু হলেও এতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.