সংবাদদাতা:
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের চারটি মামলায় গ্রেপ্তার হয়েছেন চাঁন্দগাও থানা জামায়াত ইসলামীর আমির মো. সালাউদ্দিন। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, বাকলিয়া ও চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে সালাউদ্দিনের বিরুদ্ধে। এসব মামলায় পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.