চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র ত্রাণসামগ্রী বিতরণ :

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন সোনাতলা বাঁধ ভেঙ্গে যাওয়ায় রহনপুর, আলিনগর ও বাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
অসংখ্য মানুষ গৃহ ত্যাগ করে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। সরকারী ও ব্যক্তিগত উদ্যোগে এসব এলাকায় অল্প কিছু ত্রাণসামগ্রী বিতরণ হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় রহনপুর ইউনিয়নের বাবুরঘন, আলিনগর ইউনিয়নের টেন্ডার এলাকা এবং বাঙ্গাবাড়ি ইউনিয়নের কামাত এলাকায় বানভাসি ১৬৫ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তারুণ্য’র সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য টগর মো: সালেহ্, এলাকার কৃতি সন্তান রাবির মেধাবী ছাত্রী ও তারুণ্যের আরেক সমন্বয়ক হামিদা আহসান নিলু, কাজল, তাসরিফ, সাজিদ হাসান নাইম, রিফাত, রাজু, মাহবুব সহ তারুণ্য টিমের অন্যান্য সদস্যগণ।
এছাড়াও ত্রাণ বিতরণের সময় তারুণ্য টিমকে বিশেষ সহযোগীতা করেছেন আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা মো: জালাল উদ্দিন, বাঙ্গবাড়ি ইউনিয়নের যুবলীগ নেতা আব্দুল আজিজ।
ত্রাণ বিতরণ শেষে তারুণ্য টিম সংগঠনের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ও সহযোগীতাকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.