চাঁদ দেখা যায়নি, রোববার থেকে রোজা
ওয়ান নিউজঃ দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার থেকে রমজান শুরু হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়েছে।।
শনিবার দিবাগত রাতে রমজানের তারাবি নামাজ শুরু এবং সেহরি খেয়ে পরদিন থেকে রোজা পালিত হবে বলে ওই বৈঠকে জানানো হয়। এই হিসেবে আগামী ২২ জুন পবিত্র শবে কদর।
সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে ‘খতম তারাবি’ পড়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.