চসিকের একুশে সম্মাননা পাচ্ছেন ৯ গুণী

জে,জাহেদ চট্টগ্রাম:

৯ গুণীজনকে একুশে সম্মাননা পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আগামী ২৪ ফেব্রুয়ারি চসিক আয়োজিত একুশের বইমেলা মঞ্চে গুণীদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে। মঙ্গলবার চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, সমাজসেবায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সদ্যপ্রয়াত ছড়াকার-সাংবাদিক ন‚র মোহাম্মদ রফিক, ভাষা আন্দোলনে কৃষ্ণ গোপাল সেন, শিক্ষায় প্রিন্সিপাল শামসুদ্দিন মুহাম্মদ ইসহাক (মরণোত্তর), সাংবাদিকতায় মুক্তিযোদ্ধা পঙ্কজ কুমার দস্তিদার, গবেষণায় মুহাম্মদ শামসুল হক, ক্রীড়ায় ইউসুফ গণি চৌধুরী (মরণোত্তর), সংগীতে সৌরিন্দ্র লাল দাশগুপ্ত ও কবিগানে কবিয়াল কল্পতরু ভট্টাচার্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.