ওয়ান নিউজ ডেক্সঃ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ২ লাখ সৈন্য পাঠিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভুলভাবে ধরেই নিয়েছিলেন, রুশ সৈন্যরা কয়েক দিনের মধ্যে রাজধানী কিয়েভে প্রবেশ করতে পারবেন এবং দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করবেন। তবে যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যদের একের পর এক অপমানজনক পশ্চাদপসরণে একটা বিষয় পরিষ্কার— তার প্রাথমিক আক্রমণের পরিকল্পনা স্পষ্টতই ব্যর্থ হয়েছে। কিন্তু রাশিয়ার যুদ্ধ এখনও শেষ হয়নি।
চলতি বছরই সারমাট পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। যুদ্ধের বছরপূর্তি সামনে রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। খবর আল-জাজিরার।
২০১৮ সালে পুতিন আরএস-২৮ নামের সারমাট ক্ষেপণাস্ত্রের কথা জানান। এটি সাতান-২ এর অনুকরণে তৈরি করা হয়েছে বলে মনে করেন পশ্চিমা বিশেষজ্ঞরা। গত বছরই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ছিল।
এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন সফরের আগে সারমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তবে সে পরীক্ষা ব্যর্থ হয়।
পুতিন জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র শত্রুদের দ্বিতীবার ভাবতে বাধ্য করবে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই রুশ ক্ষেপণাস্ত্র ১৮ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।
এদিকে দু’দেশের মধ্যকার এই সংঘাতের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
তিনি বলেন, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এছাড়া অন্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং বৈশ্বিক সমস্যা আরও চাপ সৃষ্টি করছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.