চবি’র সাবেক উপাচার্য নুরুদ্দীন চৌধুরী আর নেই

ওয়ান নিউজ ডেক্সঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রয়াত এজেএম নুরুদ্দীন চৌধুরীর ছেলে রাজিব চৌধুরী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেএম নুরুদ্দীন চৌধুরীর পারিবারিক সূত্র জানায়, তিনি অসুস্থ হয়ে গত ১৫ আগস্ট ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রায় ৪০ দিন হাসপাতালে চিকিৎাসাধীন থেকে শনিবার রাতে তার মৃত্যু হয়।

এজেএম নূরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ছিলেন। এছাড়া তিনি মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার মরদেহ রাতেই চট্টগ্রামে নেওয়া হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর চট্টগ্রাম নগরীর দামপাড়ার জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে নগরীর কদম মোবারক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.