নিজস্ব প্রতিবেদক, চবি
নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিতির হার বাড়াতে প্রতি মাসে ১৫ জিবি ইন্টারনেট ডাটা বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
শনিবার (১০ অক্টোবর) বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ আনুষঙ্গিক অনেক খাতে ব্যয় কমেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করবো। যত দ্রুত সম্ভব দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা চবি শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিশ্চিত করতে প্রতি মাসে ১৫ জিবি মোবাইল ইন্টারনেট সরবরাহের উদ্যোগ নিয়েছি আমরা।এতে আমরা পাশে পেয়েছি বাংলাদেশের অন্যতম কানেক্টিভিটি প্রোভাইডার রবিকে। তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে। শীগ্রই এ সিদ্ধান্ত বাস্তবয়ন করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.