চবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২২-৩০ অক্টোবর
ওয়ান নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২২-৩০ অক্টোবর এবারের ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।
তিনি বলেন, গত বুধবার (৭ জুন) ডিনস কমিটির আলোচনা সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। শুধু চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.