চবিতে ছাত্রদল নেতাকে পেটালো ছাত্রলীগ
চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনকে বেধরক পিটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধরের শিকার ইয়াছিন চবি ইতিহাস বিভাগের বিদায়ী ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বিদায়ী ব্যাচের হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসে ইয়াছিন। কিন্তু সন্ধ্যায় বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের সভাপতির অনুসারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মনছুর আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন টিপু ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বহিষ্কৃত আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানের নেতৃত্বে আরো ৪-৫ জন ইয়াছিনকে বেধরক মারধর করে। পরে পুলিশের সহায়তায় ইয়াছিনকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপু বলেন, ‘ইয়াছিন ক্যাম্পাসে সন্দেহ জনকভাবে ঘুরাঘুরি করতে দেখে আমাদের কর্মীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। সে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।’
মারধরের সময় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ছিলেন কি না জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কোনো নেতাকর্মী ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হলে সে ছাত্রলীগের কোনো কার্যক্রমে অংশ নিতে পারেন না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি কে আলম বলেন, ‘ইয়াছিনের উপর উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাজনৈতিক কারণে হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিহিত করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোকাদ্দেছ মিয়া বলেন, ‘ছাত্রলীগের কয়েক জন নেতাকর্মী ইয়াছিনকে মারধর করেছে। আমরা তাকে উদ্ধার করে চবি মেডিকেলে পঠিয়েছি।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.