চবিতে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক আবাসিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত চিকিৎসক মোস্তফা কামালের বিরুদ্ধে।
শনিবার সকালে সুষ্ঠু বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছেন ওই ছাত্রী।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গায়ে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে দ্রুত চলে আসেন ওই ছাত্রী।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে সহকারি প্রক্টর লিটন মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিক এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত চিকিৎসক ডা. মোস্তফা কামালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.